সমাজের আলো : কালিগঞ্জের জাফরপুরে অস্থায়ী হেফজখানার ১১ বছরের এক শিক্ষার্থীকে সাত মাসেরও বেশি সময় ধরে যৌন নির্যাতনের অভিযোগে আবু সাদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই শিশুর বাবা বাদি হয়ে কালিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

এদিকে শনিবার সাতক্ষীরার বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে জবানবন্দি শেষে সদর হাসপাতালে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলা হওয়ার খবর পেয়ে লাপাত্তা ওই শিক্ষক। বলাৎকারের অভিযোগে মামলা হওয়া শিক্ষক আবু সাদ শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের জাহাজঘাটার ফজলুল হকের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, আট মাস আগে একমাত্র ছেলেকে (১১) বরেয়া গ্রামের ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনের ভাড়াটিয়া আবু সাদের হেফজখানায় মাসিক এক হাজার টাকা বেতনে ভর্তি করান বরেয়া গ্রামের এক মাছ চাষী। আড়াই মাস আগে ওই শিক্ষক জাফরপুর গ্রামের গ্রাম পুলিশ আব্দুল গফফারের বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। সেখানে হেফজোখানা পরিচালনা করতেন আবু সাদ।
মামলার বিবরণে আরো জানা যায়, হেফজোখানায় ভর্তি করার কিছুদিন যেতে না যেতেই বাদির ছেলেকে গভীর রাতে কৌশলে শৌচাগারে ডেকে নিয়ে বলাৎকার করতো শিক্ষক আবু সাদ। বিষয়টি কাউকে জানালে খুন করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেওয়া হতো। যৌন অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার রাতে বলাৎকারের বিষয়টি বাবাকে জানায় ছেলে। বিষয়টি বৃহস্পতিবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বরকে অবহিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়।




Leave a Reply

Your email address will not be published.