হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ২০২১ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতি মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে পুরাতন প্রার্থীদের পাশাপাশি নতুন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১নভেম্বর) কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার ও সহকারী রিটানিং অফিসার শফিকুল ইসলামের নিকট ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জী নৌকা প্রাতীকের মনোনিত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট সহ এলাকাবাসী। অন্য দিকে ১নং কৃষ্ণনগর ইউনিয়নে নৌকার মনোনিত প্রার্থী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শ্যামলী রানী অধিকারী মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী রিটানিং অফিসার আবুল কালাম আজাদ এর কাছে। ৩নং চাম্পাফুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল উপজেলা কৃষি অফিসার ও সহকারী রিটানিং অফিসার ইকবাল আহমেদ এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৫নং কুশুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, ২নং বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তার নিকট। এছাড়াও একইদিনে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।




Leave a Reply

Your email address will not be published.