সমাজের আলো : সাতক্ষীরা কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বড় ভাই আবুল কালাম আজাদ (৫০) চেয়ারম্যান, মেম্বার বিচারকে অমান্য করে আপন মেজো ভাইয়ের বসত ভিটার জমি দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ ঘটস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিলেও বড় আবুল কালাম আজাদ বহাল তবিয়াদে মেজো ভাই আব্দুস সালামের বসত ভিটা দখল করে নিচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী আব্দুস সালাম জানান, তিনি খুলনাতে চাকরি করার সুবাদে সেই সুযোগ কাজে লাগিয়ে গত ১১ জুন আপন বড় আবুল কালাম আজাদ (৫০), তার ছোট ভাই বাবুল হোসেন ওরফে ঝুমুর (৩০) ও ভাইপো মাসুদ রানা (২২) জোর পূর্বক বাঁশ ও খুঁটি দিয়ে গৃহ ঘর নির্মাণ কাজ করছে। সরেজমিনে যেয়ে গেলে বড় আবুল কালাম আজাদ জমি দখলের বিষয়টি জানতে চাহিলে সে সাংবাদিক দেখে গালি- গলাজ করতে থাকে। আরো বলেন, চেয়ারম্যান, মেম্বার, পুলিশ যে কেউ আসুক কেন। কাউকে দেখার সময় নেই। এঘনায় ভুক্ত আব্দুস সালামের পিতা পিয়ার আলী জানান, আমার ৫জন ছেলে প্রত্যেকে সম পরিমাণ তাদের নিজের অংশ জমি ভাগ করে দিয়েছি। কিন্তু বড় ছেলে আবুল কালাম আজাদ জোর করে মেজো ছেলে সালামের ১৫ জমি দখল করে নিচ্ছে। আমি বাঁধা প্রদান করিতে গেলে বড় ছেলে আবুল কালাম আজাদ ও তার ছেলে মাসুদ রানা আমাকে মারতে আসছে। ভুক্তভোগী আরো বলেন, দীর্ঘ ২৫ বছর যাবত আমি ধলবাড়িয়া রামচন্দ্র পুর ১২৪ খতিয়ানের ২৬৩ দাগের জমি ভোগ দখলে আছে। ২৬৩. ২৬৯,২৭০ – তিন দাগের মধ্যে মোট ৭৬ শতক জমি দুই ভাইয়ের মাত্র, ২৬৩ দাগের ৩০ শতক জমির মধ্যে আমি মাত্র ১৫ শতক জমি গাছ লাগাইয়া বসত ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করতেছি। এবং আমার বড় ভাই আবুল কালাম আজাদ ২৫ বছর যাবত,২৬৯ -২৭০ দাগে বাস বসত করে আসছে। বর্তমানে জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নাং-৭৪/২১। এ উক্ত ঘটনায় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন জানান, তাদের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ভাইদের মধ্যে বিরোধ চলছিল। কিছুদিন আগে উভয়পক্ষ আমার কাছে আসছিল। তাদের বিষয়টি নিয়ে থানায় বসার কথা ছিল কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি লকডাউন এর কারণে স্থগিত আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *