সমাজের আলো : কদমতলায় পল্লী চিকিৎসক লাভু’র (ডাক্তারের) চেম্বারে করোনা আক্রান্ত রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসি জানান, স্বাস্থ্য বিভাগের নিয়মনীতি তোয়াক্কা না করে কদমতলা বাজারস্থ ‘অন্তরা টেডার্স’ এর দ্বিতীয় তলায় পল্লী চিকিৎসক হাসান সিদ্দিকী লাভু (ডাক্তার) এর চেম্বারে জেলার বিভিন্ন এলাকা থেকে করোনা আক্রান্ত রোগীসহ বিভিন্ন রোগীর চিকিৎসা নিতে আসে। চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের অক্সিজেন দেওয়ার নামে তার চেম্বারের বেডে এক-দুই সপ্তাহ ভর্তি করে রেখে করোনা চিকিৎসা দেয় বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে করোনা রোগী ও তাদের স্বজনরা প্রতিদিন বাইরে চায়ের দোকানেসহ এলাকায় ঘোরাঘুরি করায় এলাকায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছেন বলে অভিযোগ করেন এলাকাবাসি। এলাকাবাসি আরও জানান, একজন পল্লী চিকিৎসক হয়ে তার কাছে জ¦র, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষ্মণ নিয়ে কেউ গেলে তাদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে না পাঠিয়ে অক্সিজেন দেওয়ার কথা বলে রোগীর স্বজনদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তারপর তার চেম্বারে ভর্তি করে রেখে চিকিৎসা দেয়। সূত্রে জানায়, লাভু ডাক্তারের চেম্বারে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ১০-১৫ জন করে করোনা রোগী চিকিৎসা নিতে আসে। সেই সব করোনা রোগীর মধ্যে অনেকের রোগীর অক্সিজেন দেওয়ার নামে রোগীর স্বজনদের কাছ থেকে অক্সিজেন প্রতি ঘন্টায় ৩০০ থেকে ৫০০ টাকা চুক্তি করে তার চেম্বারে এক-দুই সপ্তাহ ভর্তি করে রেখে রোগীর চিকিৎসা দেওয়া হয় বলে এলাকাবাসি জানান। এছাড়াও করোনা রোগী পল্লী চিকিৎসক চেম্বারে ভর্তি থাকা ও চিকিৎসা বাবদ রোগী স্বজনদের কাছ থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা চুক্তি করে বলে সূত্রে জানায়। চেম্বারে ভর্তি রেখে রোগী চিকিৎসা করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে তার কোনো অনুমতি নেই বলে সূত্রে জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *