কালিগঞ্জ প্রতিনিধিঃ-ঈদের ছুটি পরিবার স্বজনদের সাথে না কাটিয়ে উপজেলার ভাবমূর্তি রক্ষায় কাজ করছে প্রশাসন।

তারই ধারাবাহিকতায় বুধবার (১৯ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা মোড়ে অপরিপক্ক আম বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আজহার আলী মহোদয়। এসময় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৬শ’ কেজি আম বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভালো আছেন ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল নাঈম।

ইউপি চেয়ারম্যান নাজমুল নাঈম জানান, বুধবার বেলা ২ টার দিকে একটি ইঞ্জিনভ্যান ভর্তি অরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে কুশুলিয়ার দিক থেকে আসা ইঞ্জিন ভ্যান ভর্তি আম ভাড়াশিমলা মোড় সংলগ্ন এলাকা থেকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।

পরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজহার আলী এসে আমগুলো তার ব্যবহারিত সরকারি গাড়ি দিয়ে বিনষ্ট করে।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজাহার আলী সাংদিকদের বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। এই আম গুলো বাজারজাত করতে এখনো যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নি দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি আরো জানান, বিশ্ববাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে জনস্বার্থে অভিযান চলমান থাকবে।




Leave a Reply

Your email address will not be published.