হাফিজুর রহমান শিমুলঃ কালিগ‌ঞ্জে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অপরাধে ভ্রাম্যমান আদালতে এক ব্যবসায়ি‌কে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হ‌য়ে‌ছে। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী এলাকায় মৃত পরিমল মন্ডলের ছে‌লে অসাধু ব্যবসায়ি তপন মণ্ডল (৩৮) এর মা‌ছের ঘ‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে পুষকৃত ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ ক‌রে কারাদন্ড প্রদান ক‌রেন ভ্রাম‌্যমান আদাল‌তের নির্বাহী ম‌্যা‌জি‌ষ্ট্রেট ও উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ আজাহার আলী। এসময় উপ‌স্থিত ছি‌লেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদাসহ পু‌লিশ প্রশাসন। প‌রে পুষকৃত ২৫ কেজী বাগদা চি‌ড়িং মাছ বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প‌বিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়িরা মাছে অপদ্রব্য পুশ ও গাছ থেকে অপরিপক্ক কাঁচা আম পেড়ে কেমিকাল দি‌য়ে পাঁকিয়ে তা বাজারজাত করছে। এসব অসাধু ব্যবসায়ি‌দের বিরু‌দ্ধে অভিযান অব‌্যহত থাক‌বে।




Leave a Reply

Your email address will not be published.