সমাজের আলো : কালিগঞ্জে আম্বিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুত্র ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক খবির উদ্দীনের নেতৃত্বে পুলিশ উপজেলার ছনকা গ্রামের বাড়ি থেকে নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান (৪৫) ও তার স্ত্রী রোজিনা আক্তার বিউটি (৩৫) কে গ্রেফতার করেন। থানার আফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে শেখ শরিফুজ্জামান ও তার স্ত্রীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল (শনিবার) ভোরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মরহুম আনছার আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৭০) এর রক্তাক্ত মরদেহ তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়। সরকারি চাকুরিজীবী আনছার আলীর মৃত্যুর পর অর্থ ও সম্পত্তি নিয়ে আম্বিয়া খাতুনের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে দ্ব›দ্বকে কেন্দ্র করে ৮ এপ্রিল দিবাগত রাতে ছোট ছেলে শেখ শরিফুজ্জামানের বাড়ির দো’তলার শয়নকক্ষে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ৯ এপ্রিল রাতে নিহতের বড় ছেলে আইরিস জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৪)। ঘটনার পর থেকে পুলিশ হত্যারহস্য উদঘাটনে তৎপর হয়। মঙ্গলবার সকালে নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান ও তার স্ত্রী রোজিনা আক্তার বিউটিকে গ্রেফতার করে পুলিশ।




Leave a Reply

Your email address will not be published.