মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বিনম্র শ্রদ্ধায় আর ভালবাসায় সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয়ের ৫১ বছর পূর্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোহরাওয়ার্দী পার্কে

(১৬ ডিসেম্বর) প্রত্যুষে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কালিগঞ্জ প্রেসক্লাব, আ’লীগসহ বিভিন্ন রাজনৈনিক দল, জাতীয় সাংবাদিক সংস্থা, সুশীলনসহ সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এরপর উপজেলা পরিষদের মাঠে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করেন, পরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ, আনসার ভিডিপিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, চিত্র অংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হালিমুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী ও সূধীবৃন্দ। দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিম খানায় উন্নত মানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
কালীগঞ্জ প্রতিনিধি।।




Leave a Reply

Your email address will not be published.