হাফিজুর রহমান শিমুলঃ বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের ৩১ বছর পূর্তিতে সঞ্চয়, ঋণদান, কর্মসূচির আওতায় উদ্বৃত্ত তহবিল হতে দলীয় সদস্য ও স্থানীয় হতো দরিদ্র, দুস্থ, অসহায় পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশা সাড়ে ৭’শ পরিবারের সদস্যদের মাঝে এ সামগ্রী গ্রহন করেন। সুশীলনের উপ পরিচালক ও উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সুশীলনের এক্সিকিউটিভ কমিটির সভাপতি সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সৈয়েদ মাহমুদুর রহমান, বিশিষ্ট আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিম, শিক্ষক সৈয়েদ মোমেনুর রহমান, সুশীলনের সঞ্চয়, ঋণদান, কর্মসূচীর অডিটর রবিন্দ্রনাথ বিশ্বাস, সেন্টার ম্যানেজার মোহসীন আলী, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আলমগীর হোসেন, শিমুল হোসেন ও শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ। প্রতিবছরের ন্যায় এবছরেও সূশীলনের আঞ্চলিক কার্যালয়ের সামনে সুশৃঙ্খলতার সহিত সামাজিক দুরুত্ব বজায় রেখে পবিত্র ঈদ উল ফিতরের আগেরদিনে সাড়ে ৭শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সূশীলনের নির্বাহী পরিচালক, উপকূল বন্ধু, বিশিষ্ট আবৃতি শিল্পী মোস্তফা নুরুজ্জামান এর সার্বিক নির্দেশনা মোতাবেক অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে এ সামগ্রী তুলে দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.