মাদক ক্রেতা সেজে পুলিশের ফাঁদে পা দিয়ে ১ শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি শরিফুল ইসলাম ওরফে শরীফ পুলিশের জালে আটক। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমানের মাদক কেনাবেচার ফাঁদে মাদক বিক্রি করতে এসে থানার সহকারি উপ পরিদর্শক আবু জাফর এবং ইব্রাহিমের অভিযানে শনিবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১০টার সময় কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ঝুরঝুরিয়া ব্রিজের পাশ থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি শরিফুল ইসলাম ওরফে শরীফ (২৫) শ্যামনগর থানার নকিপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্লার পুত্র। উক্ত ঘটনায় থানার উপসহকারী পরিদর্শক আবু জাফর বাদী হয়ে রবিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১০। ১ শ’ পিস ইয়াবা আটক এর ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানান ইভটিজিং, মাদক, জুয়া, জঙ্গি সন্ত্রাসের সাথে কোন আপোষ নয়। যে কোন ধরনের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। আটককৃত মাদক কারবারিকে গতকাল জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

 

সমাজের আলো




Leave a Reply

Your email address will not be published.