শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা প্রতিনিধি॥
পাটকেলঘাটায় হাড় কাপানো শীত উপেক্ষা করেই তৈলকুপী ডুমুর আবাদ বিলে চলছে বোরো ধান রোপনের কাজ। জমিতে পানি সেচ, বীজ তলা থেকে চারা উত্তোলন এবং সেই চারা তৈরী করে জমিতে রোপনের কাজ চলছে পুরোদমে।
সরেজমিনে দেখা যাায় পাটকেলঘাটা এলাকার বিভিন্ন মাঠে পুরোদমে ধানের চারা রোপনের কাজ চলছে। তীব্র শীতের মাঝেও কাদা পানির মধ্যে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। উপজেলার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপী, যুগীপুকুরিয়া, আমতলাডাঙ্গা, জুজখোলা, ভারসা, শাঁকদহ, বড়বিলা সহ বিভিন্ন গ্রামের মাঠে বিঘা প্রতি ১৮ শ থেকে ২ হাজার টাকা চুক্তিতে ধান রোপন কাজ করছে কৃষকরা। তৈলকুপী গ্রামের কৃষক সোহেল মল্লিক জানান পাতা তৈরী হয়ে গেছে এজন্য শীতের মধ্যেও ধান রোপন করছেন। শীত একটু কমে গেলে এই ধান গাছ দ্রুত বেড়ে উঠবে। একই গ্রামের সোহরাব সরদার জানান তিনি এবার ৫বিঘা জমিতে ধান চাষ করবেন। ইতি মধ্যে ২বিঘা ২৮ ব্রি জাতের ধান রোপন করেছেন। একটু আগে ভাগে ধান রোপন করায় কৃষান খরচ একটু কম হচ্ছে বলে তিনি জানান। যুগীপুকুরিয়া গ্রামের জাকির গায়েন জানান তার এক বিঘা জমি রোপন হয়ে গেছে। একখনও তিন বিঘা রোপন করতে হবে। সে সব জমিতে পানি দিয়ে চাষ কাজ চলছে। সপ্তাহ খানেকের মধ্যে সব রোপন হয়ে যাবে। কাশিপুর গ্রামের শহর আলী জানান তিনি দুই বিঘা জমি রোপন শেষ করেছেন। আরও দুই বিঘা জমি রোপন করার জন্য চাষ কাজ করছেন। শীতের মধ্যে ধান রোপন করছেন সানোয়ার হোসেন, মোক্তার আলী মোড়ল, আমির সরদার, আববাস সরদার, জলিল শেখ সহ অনেক কৃষক। কৃষক আসাদুল সরদার বলেন আমাদের কাজই এটা। শীত থাকলেও কিছুই করার নেই কাজের সময় কাজ করতে হবে। তবে প্রচন্ড শীত আর বাতাসে কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। এ মাঠের গভীর নলকুপের মালিক আল আমিন গাজী বলেন আমার স্কীমে ৮০ বিঘা জমিতে বোরো ধান চাষ হবে। পানি ছেড়ে দিয়েছি কৃষকরা ইচ্ছামত জমি চাষ করে ধান রোপন করছেন। শীতের কারণে এখনও পুরোদমে কাজ শুরু হয়নি। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম জানান আমাদের লক্ষ্য মাত্রা এবছর তালা উপজেলায় ১৯৫৫৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হবে। সরকারের পক্ষ থেকে হাইব্রিড, ব্রি-ধান ২৮, উপষি জাতের ৫ কেজী বীজ সহ ১০ কেজি ডিএপ ও ১০ কেজি এম ও পি সার দেওয়া হয়েছে। এছাড়া ৩৬০০ কৃষককে দুই কেজি করে উচ্ছ ফলনশীল হাইব্রিড বীজ ধান দেওয়া হয়েছে। তিনি আরও বলেন উপজেলায় পুরোদমে ধান রোপনের কাজ শুরু হয়ে গেছে তবে শীতের কারণে রোপন কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.