সমাজের আলো : পুলিশের অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক ওহিদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা পূর্ব নলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে মাদক চোরাচালান চক্রের একটি দল বস্তায় করে ফেনসিডিল পাচার করছিল। পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে মাদক চোরাচালান চক্রের সদস্যরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পুলিশ বস্তাটি তল্লাশি করে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় উপ-পরিদর্শক ওহিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন ( মামলা নম্বর ৮)।




Leave a Reply

Your email address will not be published.