হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জে পবিত্র মাহে রমজান মাসে বাজার দর নিয়ন্ত্রনে রাখতে বাজার মনিটরিং অব্যহত রেখেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। মঙ্গলবার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলার মোড়, কাকশিয়ালী বাজার সহ গুরুত্বপুর্ণ স্থানে বাজার মনিটরিং করেন। এসময় দোকানে মূল্যতালিকা না থাকা, অধিকমূল্যে পণ্য বিক্রি করা ইত্যাদি অপরাধে পৃথক তিনটি দোকানে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বাজারদর নিয়ন্ত্রনে রাখার পাশাপাশি ক্রেতা সাধারনকে না ঠকানোর জন্য বিক্রেতাদের আহবান করেন। বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন থানা পুলিশ ও সঙ্গীয় ফোর্স।




Leave a Reply

Your email address will not be published.