এম হাফিজুর রহমান শিমুলঃ

২০২৩ সালের ১লা জানুয়ারী সারা দেশজুড়ে বই উৎসব উদযাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদরাসার আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সুপার মাওঃ শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। অত্র মাদরাসার সিনিয়র শিক্ষক মাওঃ ফারুক হুসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভুমি) আজাহার আলী, উপজেলা শাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অভিভাবক সদস্য মাওঃ কুতুবউদ্দিন আহমেদ। বই উৎসবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী। উপজেলার প্রাক- প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। বিগত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। প্রতিবছরের মতো এ বছরও বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।




Leave a Reply

Your email address will not be published.