হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জ উপজেলায় শিক্ষক বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্বর্ণলেখা পাবলিক লাইব্রেরীর আয়োজনে ও মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রথম কালিগঞ্জ উপজেলাতে বিদ্যালয়ের সহপাঠ্য কার্যক্রম বিতর্ক প্রতিযোগিতাকে ফলপ্রসূ করার জন্য উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে দক্ষ করে গড়ার লক্ষ্যে এই প্রশিক্ষণ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্বর্ণলেখা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও খুলনা আহ্ছানউল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মো: মমতাজ আলী। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজওয়ান হারুন,মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.