সমাজের আলো : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের একদিন পর একটি পাল্টা কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, মোহাম্মদ আব্দুর রউফ ও মৃণাল কান্তি রায় স্বাক্ষরিত পত্রে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সাত্তার অথবা আহ্বায়ক উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম।
যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শেখ নুরুজ্জামান, শেখ মোস্তফা আহম্মদ আলী, আক্তারুজ্জামান বাপ্পি, এসএম মনিরুজ্জামান মনি, শেখ খায়রুল আলম, নুরুজ্জামান পাড়, এসএম হাফিজুর রহমান বাবু, কেসমাতুল বারী, মিলন কুমার সরদার, শাহাদাত হোসেন।
সদস্যসচিব মনোনিত হয়েছেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সদস্য যথাক্রমে শেখ রবিউল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম বাবলু, আবু বকর সিদ্দিক, আরশাদ আলী, আব্দুস সামাদ, শেখ হাবিবুল্লাহ, আফছার উদ্দিন, শেখ শিয়াব উদ্দিন, জিএম আব্দুল করিম, মাষ্টার আহছানুল্লাহ, আলী বক্স গাইন, গোলাম মহিউদ্দিন মোড়ল, আমিনুর রহমান মুন্না, রেজাউল খাঁ, আল মাহমুদ ছট্টু, জাকির হোসেন পাড়, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ও আব্দুল গফ্ফার।
এর আগে গত ৫ ফেব্রুয়ারী জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্যসচিব আব্দুল আলিম স্বাক্ষরিত পত্রে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামকে আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম বাবুকে সদস্যসচিব মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published.