সমাজের আলো : সম্প্রতি কালিগঞ্জ উপজেলার তারালীতে ধর্মীয় শিক্ষক মাও: সাদের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মে) বিকাল ৫টায় সচেতন নাগরিক সমাজের আয়োজনে সাতক্ষীরা শহিদ স. ম আলাউদ্দীন চত্ত্বরে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহকায়ক অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে ও জেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেনের পরিচালনায় আশাশুনি উপজেলা জাসদ ছাত্রলীগ সভাপতি মফিজুল ইসলাম, নাগরিক নেতা রওনক বাশার, জেলা জাসদের সভাপতি, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সহ-সম্পাদক কবি রুবেল, জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, আলী হোসেন, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, জেলা সিপিবির সভাপতি আবুল হোসেন বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দু’একটি ঘটনা সামনে আসলেও অধিকাংশ ঘটনা থেকে যাচ্ছে পর্দার অন্তরালে। এসময় বক্তারা মাদ্রাসাগুলো নিয়মিত মনিটরিং জোরদার করার আহবান জানান।

বক্তারা আরো বলেন, যে সকল মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় না, জাতীয় পতাকা উত্তোলন করা হয় না সেসব মাদ্রাসাকে চিহ্নিত করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *