তালা প্রতিনিধি : ত্রাণ চাই না, পরিত্রাণ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী অববাহিকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়ন নারী কমিটি এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আহবায়ক মোঃ আনিসুর রহিম।
বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, নাগরিক কমিটির সদস্য অধ্যক্ষ আশেক এলাহি, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, উত্তরণের হেড অব ডিজাস্টার এন্ড হিউম্যানিটারিয়ান এ্যাকশন জাহিন শামস সাক্ষর, এসিএফের প্রোগ্রাম ম্যানেজার হুমাযুন কবির সুমন, জাসদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সিপিপি সাতক্ষীরা জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, গণফোরাম সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, উদিচি সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মীর জিল্লুর রহমান, এনডিএফ সভাপতি আবু সেলিম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী, বাস্তুহারালীগ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, গণফোরাম নেতা আসাদুল হক লাল্টু, আব্দুল আল গালীব ও মাধব চন্দ্র দত্ত প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ন-আহবায়ক আলী নূর খাঁ বাবলু।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *