সমাজের আলো : ভূমিহীন জনপদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চিংড়িখালি ব্রীজের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের শহীদুল ইসলাম, তার ভাই রবিউল ইসলাম ও একই গ্রামের ছেলে তৌউহিদ হোসেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শহীদুল ইসলাম জানান, চিংড়িখালির সরকারি ৩০০ বিঘা খাস জমিতে তারাসহ ১৪৯টি পরিবার ডিসিআর নিয়ে বসবাস করে আসছে। তাদেরকে ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিপক্ষ কাদের পাড়, রেজাউল পাড়, মনিরুল পাড়সহ একটি মহল চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে তাদেরকে কয়েকবার হুমকিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৫টার দিকে তিনিসহ ভাই রবিউল ইসলাম, মহাতাব বসুখালি যাওয়ার পথে বসুখালি ব্রীজের পশ্চিমপাশ চিংড়িখালির পারে তার উপর লোহার রড, বাঁশের লাঠি ও শাবল দিয়ে হামলা চালায় । তাদেরকে রক্ষায় এগিয়ে এলে ভাইপো তৌউহিদকেও মারপিট করে তারা। স্থানীয় খবর পেলে ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায়। স্বজনরা তাকে (শহীদুল) উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স, রবিউল ও তৌউহিদকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।




Leave a Reply

Your email address will not be published.