রবিউল ইসলাম: কালীগঞ্জ উপজেলার একাধিক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত তিন দিনের অবিরাম বৃষ্টিতে এসব সড়কে পানি জমে খানাখন্দে পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচলে চরম ভোগান্তি পড়ছে সংশ্লিষ্টরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালীগঞ্জ উপজেলার রামনগর টু তালতলা মোড়, চৌমুহনী টু বাশতলা বাজার, মহৎপুর টু হোগলা মোড়, বালিয়াডাঙ্গা বাজার টু হোসেনপুর ব্রীজ পর্যন্ত সড়কটি বেহাল হয়ে পড়েছে। এসব সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় প্রতিদিন বিভিন্ন যানবাহনসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। মোটর ভ্যান চালক হোগলা গ্রামের হান্নান টাপালী বলেন, বর্তমান রাস্তার যে অবস্থা তাতে ভাড়া নিয়ে কালিগঞ্জ ওঠার মতো না। ইজিবাইক চালক আব্দুল গফুর বলেন, সড়কের এতোই খারাপ অবস্থা যে চৌমুহনী হাটখোলা থেকে কালিগঞ্জ পৌঁছাতে প্রায় এক ঘণ্টা লাগছে। যাত্রী নিয়ে যাওয়ার সময় রাস্তার বিভিন্ন ভাঙ্গা জায়গায় যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি পার করতে হয়।




Leave a Reply

Your email address will not be published.