রবিউল ইসলামঃ জলবায়ু ন্যায্যতার দাবিতে শ্যামনগরে সু-স্ট্রাইক কর্মসূচি পালন করেছে বেসরকারি সংস্থা লিডার্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের সামনে জলবায়ু কর্ম সপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে সংস্থাটি। অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয়রা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশে এই ঝুঁকির মাত্রা অনেক বেশি। বিশ্ব নেতৃবৃন্দ এই বিষয়টি আমলে নিচ্ছে না। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আদায়কৃত অর্থ ব্যয় করার দাবি জানান তারা। এসময় এই সু-স্ট্রাইক কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শ্যামনগর উপজেলা যুব ফোরাম, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সিডিও ইয়ুথ টিম।




Leave a Reply

Your email address will not be published.