রবিউল ইসলাম:  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বিদ্যালয়ের জন্য বরাদ্দের দুই লাখ টাকা উত্তোলন করতে যেয়ে উপজেলা শিক্ষা অফিসারকে গুনে গুনে সাতাশ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) আওতায় প্রতিষ্ঠানের ক্ষুদ্র মেরামত কাজের জন্য উপজেলার ১৪৮নং হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তরফ থেকে এই টাকা দিতে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই নিজ হাতে উপজেলা শিক্ষা অফিসে যেয়ে চেক গ্রহণের সময় ঐ টাকা হস্তান্তর করেন বলে দাবি করেন। অভিযোগকারী ঐ প্রধান শিক্ষকের আরও দাবি, পাশর্^বর্তী রামচন্দ্রপুর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীসহ অন্যরা সমপরিমান বা তার চেয়ে কিছুটা বেশী অর্থ দিয়ে বরাদ্দের টাকা পেয়েছেন। এদিকে সরকারি বরাদ্দের টাকা উত্তোলনের জন্য ঘুষ দেয়ার বিষয়টি সম্প্রতি জানজানি হওয়ায় স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্তপূবর্ক সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে নিজে বা অফিসের কেউ আব্দুল হাইয়ের নিকট থেকে ঘুষের টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জানা গেছে, উপজেলার নুরনগর ইউনিয়নের ১৪৮ নম্বর হাবিবপুর বিদ্যালয়ের অনুকূলে ক্ষুদ্র মেরামত কাজের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ২০১৯-২০ অর্থ বছরে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। আর এ অর্থ ছাড় করার বিনিময়ে ২৭ হাজার টাকা ঘুষ দাবি করেন উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন। প্রধান শিক্ষক আব্দুল হাই এর দাবি, ঘুষ না দেয়ার জন্য তিনি ২-৩ মাস অপেক্ষা করেন। কিন্তু টাকা ফেরত যাওয়ার শংকায় শেষ পর্যন্ত ২৭ হাজার ঘুষ দিয়ে বরাদ্দকৃত অর্থ গ্রহণে তিনি বাধ্য হন। আব্দুল হাই আরও জানান, উপজেলার অপরাপর বিদ্যালয়গুলোকে সমপরিমান অর্থ নেয়ার জন্য তিরিশ হাজার করে টাকা গুনতে হয়েছে। তবে শিক্ষা অফিসে তাদের কাছের মানুষ (!) থাকায় ‘মানবিক’ দিক বিবেচনায় নিয়ে তিন হাজার টাকা কমিয়ে তার কাছে ২৭ হাজার টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে বিদ্যালয়ের মেরামত কাজের কথা বিবেচনায় নিয়ে তিনিও শিক্ষা অফিসারের দাবিকৃত ঘুষের টাকার দাবি পূরণ করেছেন। তিনি জানান, তার বিদ্যালয়ের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও ভ্যাট বাবদ ২৪ হাজার টাকা কর্তন করে ১ লাখ ৭৬ হাজার টাকার চেক দেয়া হয়। পরে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তিনি পুনরায় উপজেলা শিক্ষা অফিসে যেয়ে ঘুষের ২৭ হাজার টাকা পরিশোধ করেন। ঘুষ না দিলে উপজেলা শিক্ষা অফিস থেকে কোন বরাদ্দ পাওয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন। এদিকে, অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মুকুল বলেন, আমি বা আমার অফিসের কেউ আব্দুল হাইয়ের নিকট থেকে কোন টাকা নেয়নি। আর্থিক সুবিধা নেয়ার যে অভিযোগ প্রধান শিক্ষক আব্দুল হাই করেছেন তা সঠিক নয়। এদিকে, বিদ্যালয়ের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বরাদ্দকৃত টাকা হস্তান্তরের ক্ষেত্রে ঘুষ গ্রহণের বিষয়টি তদন্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা।




Leave a Reply

Your email address will not be published.