সমাজের আলো : জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে বাগদা চিংড়ি উৎপাদন প্রক্রিয়াজাতকরণ করে অধিক মুনাফা রপ্তানি বিষয়ক” অবহিতকরণ “দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ এ,সি,আই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে আমিয়ান গ্রামে অবস্থিত এগ্রো লিঙ্ক লিমিটেড এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মঙ্গলবার ২ আগস্ট সকাল ১০ টা হতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান। কর্মশালায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ,সি,আই অ্যাগ্র লিংকের উপদেষ্টা ও সাবেক বিভাগীয় মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ,সি,আই এগ্রো লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এফ, এইচ, আনসারী, চিংড়ি চাষ সম্প্রসারণ কালীগঞ্জের আঞ্চলিক কর্মকর্তা বিপুল কুমার বসাক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, দাতা সংস্থা ডি,এফ, সি,ডি এর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও ছাদেকা তাসমিন, এ,সি,আই এগ্রো লিঙ্ক লিমিটেডের ডি, এফ, সি,ডি বাগদা চিংড়ি প্রকল্পের মোস্তাক মাহমুদ ফিল্ড ম্যানেজার প্রদীপ মণ্ডল, তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই এগ্রো লিমিটেডের প্রোগ্রাম হেড আমিরুল ইসলাম, মোভেন, প্রকল্প ব্যবস্থাপক সুলতান শাফায়েত।

অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি সহ বক্তারা বলেন এ,সি আই এগ্রো লিংক লিমিটেড ২০১৯ সাল হতে কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামে বাগদা চিংড়ি প্রক্রিয়াকরণ প্লান্ট নির্মাণের মাধ্যমে এলাকার মৎস্য চাষী, ব্যবসায়ী, গ্রাহকদের মন জয় করে বিদেশি বাজারে বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে এই ব্রান্ড টি বিশ্ববাজারে “আমিয়ান ব্রান্ড” নামে খ্যাতি অর্জন ও পরিচিতি লাভ করেছে। দক্ষতার সাথে আন্তর্জাতিক মান বজায় এবং দেশের সুনাম অক্ষুণ্য রাখায় এ,সি,আই এগ্রো লিঙ্ক লিমিটেডের কালীগঞ্জের আমিয়ান ব্রান্ড এবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এ জাতীয় পুরস্কার লাভ করেছে। বক্তারা আরো বলেন জলবায়ু পরিবর্তনের ফলে বাগদা চিংড়ি চাষ পদ্ধতি শ্রেণীবিন্যাস করে চাষীদেরকে আর্থিকভাবে সহায়তা করে সরাসরি ফ্যাক্টরিতে মাছ নিয়ে চাষী ও খামারিদের ন্যায্য মূল্য দিয়ে পুরষ্কৃত করা হচ্ছে। আমিয়ান গ্রামে অবস্থিত এ,সি,আই কোম্পানির এগ্রো লিংক লিমিটেডের কার্যক্রম প্রথমেই ইউনিয়নে সীমাবদ্ধ থাকলেও এখন তা উপজেলা জুড়ে বিস্তার লাভের চেষ্টা চালানো হচ্ছে। যাতে করে সাতক্ষীরা জেলার উৎপাদন মুখী চিংড়ি শিল্প বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published.