সমাজের আলো: কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ১২ জন মেধাবী এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকাল দশটায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আয়োজনে ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসএসসিতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা বিশিষ্ট লেখিকা ইলা দেবী মল্লিকের সভাপতিত্বে ও সুশাসনের জন্য নাগরিক সুজন কালিগঞ্জ শাখা সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ পি এফ জি গ্রুপের অ্যাম্বেসেডর ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি ও সুজনের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, দৈনিক দৃষ্টিপাত কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শিশির দত্ত, প্রেরণার কর্মী শামীমা পারভীন, দি হাঙ্গার প্রজেক্ট কালীগঞ্জে সমন্বয়কারী আনিসুর রহমান আনিস, শিক্ষার্থী আফরা প্রমূখ ।পরে ১২জন মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.