হাফিজুর রহমান : শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ রাষ্ট্রীয় আইন মেনে চলি অটিজম শিশুদের স্কুলে ভর্তি করে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিসেফের অর্থায়নে এবং ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভলপমেন্টল ডিজ আবিলিটি র্জ ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে দিনভর কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকাল ১০টা হতে উপজেলা অফিসার্স ক্লাবে দিনভর নানান আলোচনার মাধ্যমে কর্মশালা শেষ হয়। উক্ত কর্মশালায় উপজেলায় কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, প্রতিবন্ধী পরিবার, সাংবাদিক, ইমাম এবং সুধীদের দিয়ে কর্মশালা পরিচালিত হয়, উক্ত কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান উত্তর কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published.