সমাজের আলো : বন্যা প্রানী হত্যার অভিযোগে এক গ্রেপ্তার করা হয়েছে । মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌কে পাঠা‌নো মেসে‌জের ভি‌ত্তি‌তে ব্যবস্থা তাকে কালীগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছেন । একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বন্যপ্রানী হত্যা করে আসছে। এ বিষয়ে এলাকার মানুষজন তাকে বিভিন্ন সময় নিষেধ করেছে। কিন্তু, তিনি কারো কথাই শোনেন না। সর্বশেষ গত ২৬ জুলাই ২০২১ খ্রি. তারিখে একটি বনবিড়ালকে পিটিয়ে হত্যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মো. সাইফুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ থানার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা। বার্তা পেয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং সাতক্ষীরার কালীগঞ্জ থানার ওসি মো. গোলাম মোস্তফাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করে। বার্তা পেয়ে ওসি কালীগঞ্জ তার একটি টিমকে নিয়োজিত করেন। কিন্তু, পুলিশকে জানানো হয়েছে কোনোভাবে এমন তথ্য পেয়ে সে আত্মগোপনে চলে যায়। কয়েকদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে আটক করে সাতক্ষীরার কালীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.