সমাজের আলো : গত ২৩ জুলাই ২০২১ তরিখ রাত ৯.৩০ টার দিকে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান তথ্য দিয়ে জানান যে,তুলি খাতুন (৭ ম শ্রেণি), পিতা – কুদ্দুস গাজী, গ্রাম- রাঘবকাটি,ইউনিয়ন – খলিশখালী, তালা,সাতক্ষীরা একই গ্রামের কামাল শেখ এর অপ্রাপ্ত বয়সী ছেলে সবুজ শেখ এর বাড়িতে বিয়ের আয়োজন চলছে। কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার নাজমুল এবং আসাদ কে দ্রত ঘটনাস্থলে পাঠিয়ে ইউএনও স্যার,সহকারী কমিশনার( ভূমি) মহোদয়, ওসি পাটকেলঘাটা মহোদয়, ইউ পি চেয়ারম্যান মোজাফফর রহমান এবং ওসমান মেম্বার এর সাথে যোগাযোগ করলাম। রাতে মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে জানলাম মেয়েটা আরও ৭/৮ দিন আগে ছেলেটার সাথে পালিয়ে গেছে। এরপর ছেলের মা নাছিমা বেগম ও বোনের সাথে কথা বলে জানলাম ছেলে ও ছেলের বাবা কেউ বাড়ি নেই।দুপক্ষের লোকজন আরও জানান, আশাশুনি উপজেলার রামনগর সিরাজুল স্মৃতি ক্লাবের সদস্যদের হাতে এই যুগল ধরা পড়ে। তারা অভিভাবক ও খলিশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে ওসমানী মেম্বার এর কাছে ছেলে মেয়ে দুটিকে দিয়ে দিয়েছেন। মেম্বার হেফাজতে নেবার কথা অস্বীকার করেন। ২৭.০৭.২০২১ তারিখ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আমি উত্থাপন করে তাদের উদ্ধারের অনুরোধ জানাই। এরপর পাটকেলঘাটা থানা বিষয়টি গুরুত্ব তদন্ত শুরু করে এবং আশাশুনি থানার সহযোগিতায় তাদের উদ্ধার করে।আজ ৩০ জুলাই পাটকেলঘাটা থানার সম্মানিত অফিসার ইন চার্জ মহোদয় মেয়ে ও ছেলেটিকে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দিয়েছেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টদের।




Leave a Reply

Your email address will not be published.