সমাজের আলো: ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে বেশ কিছু মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা ছাড়াও বাংলা ও ইংরেজী মাধ্য মের শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। পবিত্র জুমার নামাজের খুতবার আগে জঙ্গীবাদ নিয়ে বয়ান না দেয়া ইমামদের একটি পৃথক তালিকা তৈরির কাজ চলছে। আর নামাজ শেষে মসজিদে বয়ানকারীদের এবং শ্রোতাদের বয়স ও লেবাস সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দমনে পারদর্শিতা দেখাতে পারলে তাদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছে। পুরো বিষয়টি মনিটরিং করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গী মনিটরিং সেল। গত ২৩ নবেম্বর জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ এক প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) সমাজ থেকে ভয়, অস্থিরতা, নিরাপত্তাহীনতা ও সংঘাত দূর করে শান্তি, নিরাপত্তা এবং সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ধ্বংস করার উদ্দেশে কোন অশুভ শক্তি একেক সময় একেক নামে সন্ত্রাস ও জঙ্গীবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। সন্ত্রাসীর কোন ধর্ম নেই, সীমানা নেই। ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরসহ আলেম-ওলামার মাধ্যমে পবিত্র কোরান ও হাদিসের আলোকে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বক্তব্য প্রস্তুত করবে। সেই বক্তব্য দেশের সকল স্থানীয় পর্যায়ের মসজিদের খতিব-ইমামের মাধ্যমে নিয়মিত প্রচার নিশ্চিত করতে হবে। সব মসজিদের খতিব-ইমামরা জুমার নামাজের খুতবার পূর্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বক্তব্য প্রচার নিশ্চিত করবেন। পবিত্র কোরান ও হাদিসের সঠিক ব্যাখ্যা সংবলিত বক্তব্য অনলাইন তথা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানসহ সব শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ আয়োজনের উদ্যোগ নিতে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা জরুরী পদক্ষেপ নেবেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশের পরিচালক (সমন্বয়) মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার জনকণ্ঠকে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির আলোকে সারাদেশে তারা নতুন করে জোরালো তৎপরতা শুরু করেছেন। ইতোমধ্যে লিখিত চিঠির পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। দেশের প্রতিটি বিভাগ থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত তাদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। সেই নেটওয়ার্ক কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, থানা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে প্রতিটি থানায়ও সরকারী নির্দেশনার চিঠি পৌঁছানো হয়েছে। সম্মিলিতভাবে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে নতুন করে জোরালোভাবে কাজ শুরু হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.