সমাজের আলো : যশোরের চৌগাছায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের মাকে (৩৪) দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত এবং বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আলী আহমেদ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে।এদিকে গতকাল সোমবার রাত ৯টায় মারধরের পর গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে আজ মঙ্গলবার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। এরপর চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী। লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন, আলী আহমেদ তার প্রতিবেশী। আনুমানিক ৩ বছর আগে তার স্বামী মালেশিয়া যায়। তারপর থেকে আলী আহমেদ বিভিন্নভাবে তাকে কু-প্রস্তাব দিতেন। তাতে রাজি না হওয়ায় মেম্বার তার ওপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা স্থানীয়ভাবে মীমাংসা করে দেন। এরপরও আলী আহমেদ সংশোধন না হয়ে ওই নারীর সংসার ভেঙে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। লিখিত অভিযোগে ওই নারী আরও বলেন, ‘এর জের ধরে গতকাল সোমবার রাত ৯টার দিকে আলী আহমেদ ২-৩ জনসহ আমার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে ধারালো দা দিয়ে আমার মাথায় আঘাত করতে গেলে বাম চোয়ালে লেগে কেটে যায়। এসময় তার সঙ্গে থাকা ব্যক্তিরা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকে।




Leave a Reply

Your email address will not be published.