রনি হোসেন,কেশবপুর : কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা, র‌্যালী, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা, মৎস্যসেক্টরে সাফল্যঅর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, মৎস্যচাষীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরণ এবং জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠন।

৩০ জুলাই সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার পরিচালনায় অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র লিফ ইসহাক আলী, মৎস্য ব্যাবসায়ী গোলাম মোস্তফা, মৎস্যজীবী রাজকুমার প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *