হাফিজুর রহমান শিমুলঃসবাই কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার আঞ্চলিক ভাষার কবি, লেখক, সূরকার ও গীতিকার বাবুর আলী সরদার (৭৮)। তিনি রবিবার রাত ১১ টা ৫ মিঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কবি বাবুর আলী সরদার ছিলেন সাতক্ষীরার গর্ব ও অহংকার। লেখালেখি জীবনের তার প্রথম পরিচিতি ঘটে সাতক্ষীরার কালিগঞ্চাজ উপজেলার চাম্পাফুলের আলোচিত হত্যা নির্মল দাস বাবু’র পুত্র বাবু হত্যা নিয়ে পুঁথি গান দিয়ে। তার লেখা পুঁথি গানটি নিয়ে তৎকালীন মাইকে করে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তার লেখাটি বিক্রির মাধ্যমে ব্যাপক সাড়া পেয়েছিলেন। তার আঞ্চলিক ভাষার গানগুলো গেয়ে পরিচিতি পেয়েছেন সাতক্ষীরার অনেক লোকাল শিল্পী। তার লেখা গান আমার মা কয়েছে বাচার এবার বে দেবেনি, গেল কনে রে গেল কনে, হেত দেখেজা ছেমড়িরা, তোমায় নানতি দেবানে ইত্যাদি উল্লেখযোগ্য গানের গীতিকার তিনি।সাতক্ষীরার সকল আঞ্চলিক পত্রিকা গুলোতে তার লেখা শতশত কবিতা প্রকাশিত হয়েছে।তিনি অর্জন করেছেন বিভিন্ন সাহিত্য সম্মেলনের সার্টিফিকেট,সাতক্ষীরা শিল্পকলা একাডেমী,খুলনা শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পেয়েছেন সম্মানি। তিনি ২০১১ সাল থেকে রেডিও নলতা 99.2FM এর একজন গীতিকার, আঞ্চলিক ভাষার কণ্ঠশিল্পী, কবি ও সাহিত্যে দীর্ঘদিন যাবত কাজ করেছেন।এই গুণী মানুষটাকে নিয়ে লিখলে লেখা শেষ হবে না। এই গুণী মানুষটি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। একজন কবি হয় ভাবুক, মিশুক, কল্পনার জগৎ থেকে রচনা করেন শত শত কবিতা। কবিদের হৃদয়ে থাকে সততা পরপারে ভালো থাকবেন সৃষ্টিকর্তার কাছে এই দোয়া কামনা করি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী, কালিগঞ্জ প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সোসাইটি, কবি সংসদ, কবিতা পরিষদ ও রেডিও নলতাসহ বহু সংগঠন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *