সমাজের আলো: এটা এমন একটা বিশ্বরেকর্ড যা না করতে পারলেই ভালো হতো৷ কিন্তু অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার মতো কোভিড মৃত্যুতে ভারত আপাতত ব্রোঞ্জ জিতেছে৷ যদিও সোনার পদক পাওয়াটা এখন মনে হচ্ছে শুধু সময়ের অপেক্ষা৷ শুক্রবার ভারতে কোভিডে মৃত্যু হয়েছে চারহাজার একশো সাতাশি জনের৷ গত ১২ জানুয়ারি আমেরিকায় একদিনে মৃত্যু হয়েছিল চার হাজার চারশো নব্বই জনের৷ দ্বিতীয় স্থানেই আছে ব্রাজিল৷ একদিনে আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়িয়ে গেছে৷ এদিন ভারতে আক্রান্ত হয়েছে চার লক্ষ এক হাজার পাঁচশো বাইশ জন ৷ ভারতে দ্বিতীয় ঢেউ আসার পর গত ৮২ দিনে মোট আক্রান্তের সংখ্যা একবছরে কোভিডে আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেছে৷ গত ২০২০ এর ৩০ জানুয়ারী থেকে একুশের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড এর শিকার হয়েছিল এক কোটি ন লক্ষ চোদ্দ হাজার চারশো সাতাশি জন৷ আর এবার দ্বিতীয় ঢেউ ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮২ দিনে আক্রান্ত এক কোটি ন লক্ষ আটষট্টি হাজার উনচল্লিশ জন ৷ এই পরিসংখ্যানই বলে দেয় দ্বিতীয় ওয়েভ কি ভয়ংকর৷




Leave a Reply

Your email address will not be published.