সমাজের আলো : ক্রসফায়ার। বন্দুকযুদ্ধ। বিচার বহির্ভূত হত্যা। নানা নাম। নানা আলোচনা-সমালোচনা। পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্ক। মানবাধিকার লংঘনের অভিযোগে র‌্যাব এবং সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর হঠাৎই পাল্টে গেছে দৃশ্যপট। গত ১০ই ডিসেম্বর এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এরপর দেশে ক্রসফায়ারে বা বন্দুকযুদ্ধে আর কারও মৃত্যু হয়নি।প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা আগে বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত মারা যায়। এর ঠিক চার দিন আগে ভোলায় র‌্যাবের সঙ্গে একই ধরনের ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়। কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার ৩ আসামি মারা যায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’। গত বছর ৩০শে নভেম্বর এবং ২রা ডিসেম্বর কথিত বন্দুকযুদ্ধে তারা মারা যায়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিবরণ নিয়ে বরাবরই সংশয় প্রকাশ করে আসছে মানবাধিকার সংস্থাগুলো।

বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের বিরতি এরআগে দেখা গিয়েছিল কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের হত্যার পর। ২০২০ সালে ৩১শে জুলাই নির্মম ওই হত্যাকাণ্ডের পর প্রায় পাঁচ মাস বন্দুকযুদ্ধ বন্ধ ছিল। ওই সময়ে কেবল ২রা আগস্ট সিলেটে বন্দুকযুদ্ধের একটিমাত্র ঘটনা ঘটে। যদিও আইন সালিশ কেন্দ্রের তথ্যমতে ওই বছর প্রথম সাত মাসে ‘বন্দুকযুদ্ধে’ ১৮৪ জন নিহত হন। সংস্থাটির তথ্য মতে, গত বছর বন্দুকযুদ্ধে মারা যান ৫১ জন।খ্যাতিমান মানবাধিকারকর্মী নূর খান লিটন ডেইলি স্টারকে বলেন, যদি সত্যিকার অর্থে বন্দুকযুদ্ধ বলে কিছু থাকতো তবে তা মার্কিন নিষেধাজ্ঞা কিংবা মেজর সিনহার হত্যার পরও চলতো। নিষেধাজ্ঞার পর আমরা একজনকে র‌্যাব হেফাজতে নির্যাতনে মৃত্যুর ঘটনা দেখি। এটা প্রমাণিত হয়েছে যে, সরকার যদি চায় বিচার বহির্ভূত হত্যা বন্ধ করতে পারে অথবা চালু রাখতে পারে।




Leave a Reply

Your email address will not be published.