সমাজের আলো : খুলনা মহানগরীর ময়লাপোতার খানজাহান আলী ক্লিনিকের অপারেশন থিয়েটারে এক রোগীর মৃত্যু ঘটেছে। তবে রোগীর স্বজনদের দাবী ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে রোগীর। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন ও ওই হাসপাতালের দু’জন স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে তাৎক্ষণিক ক্লিনিকের মালিক ও সংশ্লিষ্ট ডাক্তার পালিয়ে যায়। চিকিৎসকের নাম ডাঃ মোর্শেদ বলা হলেও তার সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

মৃত রোগী মোঃ ইলিয়াস হোসেন ফকির (৩০) খুলনার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত হাবিবুর রহমান ফকিরের ছেলে।মৃত হাবিবুরের পরিবারিক সূত্র জানান, রবিবার দুপুরে হার্ণিয়া অপারেশনের জন্য হাবিবুরকে নগরীর ময়লাপোতা মোড়স্থ খানজাহান আলী ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নেয়া হয় হাবিবুরকে, অপারেশন শুরু করে চিকিৎসকরা। তাকে একটি ইনজেকশন দেয়ার পর খিচুনী শুরু হয়। অপারেশন কক্ষে উপস্থিত চিকিৎসক ও সহকারীরা এ বিষয়ে তাৎক্ষণিক কোন পদক্ষেপ নেননি। কিছু সময় পর ওটি টেবিলেই হাবিবুর মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে মৃতের স্বজনরা ক্লিনিকে উপস্থিত হয়ে বিক্ষোভ করে। এ সময় হামলায় ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়লে, দায়িত্বরত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্টাফরা পালিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published.