খুলনা প্রতিনিধিঃখুলনা নগরীতে মশার উপদ্রব থেকে রক্ষার দাবিতে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালিত হয়েছে। খুলনা নাগরিক সমাজ এই কর্মসূচি আহবান করে।
শনিবার (০২ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্কের মূল ফটক থেকে মশারি মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতরাস্তা মোড়স্থ শহীদ ডাঃ মিলন চত্বরে শেষ হয়েছে।

মিছিল পরবর্তীতে খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে সদস্য সচিব এ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।অবিলম্বে নগরবাসীকে মশার উৎপাত থেকে রক্ষা করতে সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।




Leave a Reply

Your email address will not be published.