সমাজের আলো : খুলনায় প্রায় শতকোটি টাকা মূল্যের ‘সাপের বিষ’সহ তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৬। আজ বৃহস্পতিবার ভোরে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবনার ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, জব্দ করা ‘সাপের বিষ’ ছয়টি কন্টেইনারে (তিনটি তরল ও তিনটি পাউডার অবস্থা) ছিল। প্রত্যেক কন্টেইনারে ‘মেড ইন ফ্রান্স’ লেখা রয়েছে। আটকের পর ওই তিনজনকে র‌্যাব-৬-এর সদর দপ্তরে আনা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা বেশ কিছু তথ্য দিয়েছেন। জব্দ দ্রব্য আসলেই সাপের বিষ কি না, সেটা পরীক্ষা করা হবে।




Leave a Reply

Your email address will not be published.