মোঃ জাহাঙ্গীর হোসেন : ১০ জুলাই ২০২২(রবিবার)

কলারোয় পৌরসভার ৩ নং ওয়ার্ড গদখালী সরদার পাড়া জামে মসজিদে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহার মাংস বিতরণ করেছেন ৪৩১ জন ব্যক্তিকে। এবিষয়ে মসজিদ কমিটির সভাপতি মোঃ মব্বুল হোসেন বলেন বিগত বছরগুলোতে দেখা যেত ঈদুল আযহার কোরবানির মাংস নিতে গরিব অসহায় মানুষগুলো দ্বারে দ্বারে ঘুরতো। কিন্তু মধ্যবিত্তরা এই মাংস থেকে বঞ্চিত হতো। কিন্তু এই কুরবানির মাংসের তারাও দাবিদার। এবং যারা কোরবানির দিত তারাও মাংস বিতরণ করতে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেন। এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে কয়েকটি বছর ধরে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই গ্রামের বিভিন্ন মহল্লাকে ভাগ করে তালিকা করা হয় যে কতজন কোরবানি করছে ও কতজন কোরবানি করতে পারছে না। সেই অনুযায়ী বিভিন্ন মহল্লার মাথাপিছু মানুষকে একটি করে স্লিপ দেওয়া হয়। ঈদের দিন কোরবানির মাংস গুলো একত্রিত করে পূর্বকৃত তালিকা অনুযায়ী বন্টন করা হয়। যাতে করে শিশু থেকে বৃদ্ধ সকলেই সমপরিমাণ মাংস পায়।

 

এ বিষয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার মাস্টার রবিউল ইসলাম বলেন এ বছর ৫৫ জন দাতা নির্ধারিত স্থানে মাংস পাঠিয়েছি। যার ভিতরে গরুর মাংস ১৬০ কেজি ও ছাগলের মাংস ১২০ কেজি মোট ২৮০ কেজি মাংস আমরা হাতে পেয়েছি। এই মাংস ৪৩১ জন মানুষের মধ্যে সমান ভাগে বন্টন করা হয়েছে।৬৩০ গ্রাম করে মাথাপিছু মাংস বিতরণ করেছি।এ বিষয়ে মহল্লার সাধারণ মানুষ বলেন এটি একটি ভালো উদ্যোগ। বিগত কিছু বছর আগে মানুষ কোরবানির মাংসের জন্য দ্বারে দ্বারে ঘুরতো। তাতে করে কেউ মাংস পেত কেউ পেত না। এখন প্রতিটি মানুষ সমপরিমাণ মাংস পাচ্ছি। এখন আর দ্বারে দ্বারে ঘোড়া লাগে না। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় স্লিপের মাধ্যমে কোরবানির মাংস পাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মধ্যবিত্ত ব্যক্তি জানান আমরা মধ্যবিত্ত আত্মসম্মানের খাতিরে না খেয়ে থাকলেও কখনো কারো বাড়িতে গিয়ে কোরবানির মাংস চাইতে পারিনা। হয়তো দুই এক জন বাড়িতে মাংস দিয়ে যেত। এই মাসেই আমাদের ঈদ পালন হতো। মসজিদ কমিটি কয়েক বছর ধরে যে ব্যবস্থাটি করেছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটির ধারাবাহিকতা থাকুক।কোরবানির মাংস বন্টনকারীর কমিটির সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন বাচ্চু বলেন আমরা সারাদিন মাংস সংগ্রহ করেছি এবং নির্ধারিত সময়ে যারা তালিকা অনুযায়ী মাংস বন্টন করতে পেরেছি। এই মহল্লায় এমন কিছু নিম্ন আয়ের লোক আছে যারা সারা বছর গরু বা ছাগলের মাংস খেতে পায় না। আবার এমন কিছু গরিব পরিবার আছে যারা সারা বছরে হয়তোবা মাংস খেতে পারে না।অথচ আত্মসম্মানের খাতিরে কাউকে বলতেও পারেনা। কলারোয়া বাজার এই ওয়ার্ড এর পাশে হাওয়াই, এখানে কর্মক্ষেত্রের সুবাদে কিছু মানুষ বাড়ি ভাড়া থাকে। লজ্জার খাতিরে তারা কখনোও কারোর কাছে কোরবানির মাংস চাইতে পারেনা। তারা যেন এই মাংস থেকে কোনরকম বঞ্চিত না হয় এ জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। সর্বোপরি মসজিদ কমিটির সভাপতি বলেন গদখালী সরদারপাড়া মসজিদের এই কার্যক্রম অভ্যত থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *