সমাজের আলো : শ্যামনগর উপজেলার ট্যাংরাখালিতে আধিপত্য বিস্তারকে

কেন্দ্র করে বর্তমান ও সাবেক দু’ ইউপি সদস্যের কর্মী ও সমর্থকদের মধ্যে হামলা ও আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও দুইজন খুন হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যাংরাখালি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল
বারি গাজী বাদি হয়ে ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও ৯নং কালিঞ্চি ইউপি সদস্য আজগার আলী বুলুসহ ৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনের নাম উল্লেখ করে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে
জড়িত থাকার অভিযোগে র‌্যাব খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাতজনকে আটক করেছে। তিনজনকে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনপি কর্মী আব্দুল হামিদ লাল্টুর নেতৃত্বে
আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলা, দলীয় অফিস ভাঙচুরের সময় দুইজন আওয়ামী লীগ কর্মী খুন হওয়ার ঘটনায় মামলা হওয়ায় ট্যাংরাখালি, ভেটখালি ও কালিঞ্চি গ্রামে অনেক পুরুষ মানুষ বাড়ি ছাড়া হয়েছে।

আটককৃতরা হলেন, ট্যাংরাখালি গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে আলাউদ্দিন গাজী, একই গ্রামের বাক্কার গাজীর ছেলে আলমগীর হোসেন, সুলতান গাজীর ছেলে ছাদেক গাজী , আব্দুর রশিদ কয়ালের ছেলে নাসির কয়াল, মোহাম্মদ মোল্লার ছেলে সোবহান মোল্লা, তার ভাই আল
আমিন, দাউদ গাজীর ছেলে আব্দুল আজিজ গাজী। এদের মধ্যে প্রথমাক্ত চারজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাবাদের জন্য প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের
মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *