সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো বাঁটরা গ্রামের রেজাউল করিম ও নাসরিন বেগমের সন্তান মেধাবী চয়নিকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১ – ২০২২ সেশনে ভর্তির জন্য নির্বাচিত হয়। বর্গাচাষী পিতার সন্তান চয়নিকা এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়। কিন্তু দরিদ্র পিতার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অর্থ যোগান দেওয়া তার অসম্ভব হওয়ায় আর্থিক সহযোগিতার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন জানায় চয়নিকা। শিক্ষা বান্ধব জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির আবেদনে সাড়া দিয়ে চয়নিকার ভর্তির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি প্রদান করার ব্যবস্থা করেন। শারিরীক ভাবে অসুস্থ পিতার তিন কন্যা সন্তানের মধ্যে একজন চয়নিকার ভর্তির ব্যবস্থা করে দেওয়ায় এবং তার স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দেওয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।




Leave a Reply

Your email address will not be published.