সমাজের আলো : তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা মোড় হতে বালিয়া বটতলা পর্যন্ত সড়কটি সবার কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এই সড়কে দুর্ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রাণহানির মত বড় দুর্ঘটনা ছাড়াও এই সড়কে নিয়মিত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ব্যস্ততম ও দুর্ঘটনা প্রবন এই সড়কের শালিখা মোড়ের সামনে সড়ক ও সড়কের দুই ধার অবৈধ ভাবে দখল করে গাছ ব্যবসায়ীরা বড় বড় গাছের গুড়ি ও কাঠের হাট বাজার বসিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শালিখা মোড়ের সামনে থেকে বেশ কিছুদূর পর্যন্ত সড়কের এটা দুই ধার ঘেঁষে অসংখ্য কাঠের গুড়ি রাখা আছে। পথচারীদের চলাচলের ব্যস্ততম এই সড়কটি বন্ধ রেখে ব্যবসায়ীরা বিভিন্ন যানবাহনে কাঠ লোড-আনলোডের কাজ করছে। পার্শ্ববর্তী এলাকার কিছু গাছ ব্যবসায়ী ব্যস্ততম এই সড়কের উপরে অবৈধভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সড়কের ওপরে কাঠ রাখা এবং সড়কের ওপরে বিভিন্ন যানবাহন রেখে কাঠ লোড আনলোড করার ফলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ প্রায় ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান অনেক পথচারীরা।

পথচারীরা আরো অভিযোগ করেন যে, যখন টলি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে কাঠ লোড আনলোড করা হয় তখন সম্পূর্ণ সড়ক প্রায় বন্ধ হয়ে যায়। এছাড়াও সড়কের দুই পাশে বড় বড় গাছের গুড়ি রাখার ফলে একটি যানবাহন আরেকটি যানবাহনকে সাইট দিতে গেলে জায়গা স্বল্পতার কারণে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। একটু বড় কোনো যানবাহন হলে মারাত্মক ঝুঁকি নিয়ে সাইট দিতে হচ্ছে। দ্রুত ব্যস্ততম এই সড়ক হতে গাছের গুঁড়ি ও কাঠ অপসারণ করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন পথচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন যে, এসব গাছ ব্যবসায়ীদের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে অনেকেই আড়াল থেকে তাদের এই অন্যায় কাজে সহযোগিতা করছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা উপজেলা নিবার্হী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন পথচারীরা।




Leave a Reply

Your email address will not be published.