সমাজের আলো : একটি ঘটনার তদন্ত করতে যেয়ে অবরোধের মুখে পড়তে হয়েছে সাতক্ষীরার তালা উপজেলার মাধ্যমিক কর্মকর্তাকে । বৃহস্পতিবারের ঘটনা এটি ।তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, তিনি ৬ ভোট পেয়ে তালা উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুর রব পলাশ পান মাত্র ৩ ভোট । এ ঘটনায় পরাজিত প্রার্থী আব্দুর রব যশোর বোর্ডে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্তের জন্য তালা উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয় । উপজেলা নির্বাহী অফিসার ঘটনার তদন্তের জন্য তালা উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে নির্দেশ দেন । বৃহষ্পতিবার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা মামলার তদন্তকারী অফিসার হিসেবে তালা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান বিদ্যালয়ে আসেন। তখন আব্দুর রব পলাশসহ তার দশ বারোজন ক্যাডার বাহিনী উক্ত তদন্তকারী অফিসারকে অবরুদ্ধ করে রাখেন ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।




Leave a Reply

Your email address will not be published.