সমাজের আলোঃ ব্রতীর নতুন প্রকল্প ভাসমান স্বাস্থ্য‌সেবা প্রক‌ল্পের মে‌ডি‌কেল ক্যাম্প না‌পিতখালী ও পা‌র্শ্বেমারী গাবুরা।

গাবুরার জনস্বাস্থ্য বি‌বেচনায় তিন বছ‌রের এই প্রকল্পটির আওতায় বিভিন্ন বি‌শেষজ্ঞ খ্যাতনামা ডাক্তার দ্বারা ভাসমান মে‌ডি‌কেল ক্যাম্প, স্থল ক্লি‌নি‌কের মাধ্য‌মে সরাস‌রি রোগী দেখা ও ঔষধ প্রদান, শা‌রিরীক পরীক্ষা, ভাসমান এম্বু‌লেন্স সু‌বিধা ক‌মিউ‌নি‌টি ভি‌ত্তিক প্রাথ‌মিক স্বাস্থ্য ‌বিষ‌য়ে প্র‌শিক্ষন, আয়া প্র‌শিক্ষনসহ বি‌ভিন্ন সু‌বিধা থাক‌বে । সকল সু‌বিধার জন্য রে‌জিঃ ভুক্ত হ‌তে হ‌বে আপনার প‌রিবার‌কে।

প্রক‌ল্পের উপকার‌ভোগী‌দের ম‌ধ্যে অগ্র‌ধিকার ভি‌ত্তিক সেবা পা‌বে গর্ভবতী নারী, মা ও শিশু।

প্রকল্প‌টির অর্থ সহায়তায় আ‌ছেন “নর্থ আ‌মে‌রিকান বাংলা‌দে‌শি ইসলা‌মিক ক‌মিউ‌নি‌টি” (NABIC)

উ‌ল্লেখ্য ব্রতী সমাজকল্যাণ সংস্থা গাবুরায় ‌দির্ঘ্য‌দিন যাবৎ নারী ও শিশু সুরক্ষা, শিশুপুনর্বাসন, নিরাপদ খাবার পা‌নির জন্য পুকুর ও Psf সংরক্ষন, বিকল্প কর্মসংস্থান ও আয়বৃ‌দ্ধিমুলক কার্য্যক্রম এবং মানবা‌ধিকার সংরক্ষ‌নে সেচ্ছা‌সেবক গণগ‌বেষণা দল প‌রিচালনা ক‌রে আস‌ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *