সমাজের আলো : রাজধানীর আজিমপুরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। এদিকে মোহাম্মদপুরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে বিমানবন্দর এলাকার সড়কে গাড়িচাপায় এক তরুণ নিহত হয়েছে। অপরদিকে ভাটারায় একটি রেস্টুরেন্টে ইয়াবা বিক্রির সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দারুসসালাম এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর আজিমপুরে নিজের শরীরে আগুন দিয়ে ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত সিমি আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মৃতের চাচা মিজানুর রহমান জানান, গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কোয়ার্টারে ঈশিতাদের বাসা। তাঁর বাবা মোঃ ইদ্রিস ওই স্কুলে চাকরি করেন। শনিবার রাতে লেখাপড়া সংক্রান্ত বিষয়ে তার মা সিমিকে বকা দেন। এতে অভিমান করে ঈশিতা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ওই রাতেই মারাত্মক দগ্ধ অবস্থায় সিমিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ঈশিতার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। তার শ্বাসনালী পুড়ে গেছে। সে ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ঈশিতার বান্ধবী মারজান মেহজাবিন জানান, যতটুকু জানতে পেরেছি, পরিবার ও লেখাপড়া নিয়ে হতাশা ছিল তার মধ্যে। এ কারণে হয়ত এ ঘটনা ঘটতে পারে।




Leave a Reply

Your email address will not be published.