সমাজের আলো : আর শোনেন শোনেন ভাই সকলে শোনেন দিয়া মন
গুড় পুকুরের মেলার কথা করিব বর্ণন।
গুড় পুকুরের মেলা শুরু তিনশ বছর আগে
এই মেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে।
ভাদ্দর মাসের শেষ দিনে মেলার শুরু হয়
হাজার হাজার নারী-পুরুষ মেলা দেখতে যায়।
পলাশপোল গুড় পুকুরের পাড়ে বসে মেলা
এই মেলাতে আসলে পরে খাইতে হয় যে ঠেলা।

শোনেন শোনেন ভাই সকলি শোনেন দিয়া মন
গুড় পুকুরের মেলার কথা করিব বর্ণন।
জমিদার বংশের ফজলে চৌধুরী খাজনা আদায় করে
হেঁটে হেঁটে ক্লান্ত হলে ঘুমে তারে ধরে
ভাদ্দর মাসের ভ্যাপসা গরম বটগাছের ছায়ায়
শুয়ে পড়ে ফজলে চৌধুরী অঘরে তাই ঘুমায়।
মুখের উপর তার যখন সূর্যের তাপ পড়ে
চেয়ে দ্যাখে পাতার ফাঁকে পদ্মগোখরো নড়ে।
আস্তে আস্তে সাপটি যখন নিচে নেমে এলো
রোদের তাপে ফজলে চৌধুরী ভিজে ঘেমে গেলো।
সাপটি এবার পাতার ফাঁকে ফনা তুলে দিল
ছায়া পেয়ে ফজলে চৌধুরী আবার ঘুমে গেলো।
ঘুম ভেঙে দেখে সাপে ফনা নেমে দিল
চোখের পলকে তখন সাপটি হারিয়ে গেলো।

শোনেন শোনেন ভাই সকলে শোনেন দিয়া মন
আরও আছে মেলার কথা করিব বর্ণন।
হিন্দু ধর্মের মানুষ ডেকে ফজলে চৌধুরী কয়
আজ থেকে মনসা দেবী’র পূজা করো ভাই।
সেই থেকে মনসা পূজা বটতলায় হয়
তার সাথে গুড়পুকুরের মেলা শুরু হয়।

শোনেন শোনেন ভাই সকলে শোনেন দিয়া মন
গুড়পুকুরের মেলার কথা করিব বর্ণন।
বড় একটি পুকুর আছে বটগাছের পাশে
বাতাসা, মিষ্টি দিয়ে যেত ভক্তকুল এসে।
মিষ্টির চাপে বটতলা একদম ভরে যায়
সেই মিষ্টি তখন লোকে পুকুরে ফেলায়।
পুকুরের পানি তখন মিষ্টি হয়ে যায়
সেই থেকে গুড়পুকুর নাম হয়ে যায়।
কারুশিল্পী নজরুলের লাখ টাকার পালঙ্ক-
ভিড়ের চাপে শিশুমনে লাগতো আমার আতঙ্ক!
নানান পদের খেলনা ছিল কিনতো সবাই এসে
ইলিশ মাছ সস্তা ছিল কিনতো জামাই বেশে!

আরও কিছু কথা আছে শোনেন দিয়া মন
গুড়পুকুরের মেলার কথা করিব বর্ণন।
তিন থেকে পাঁচ মাইল হতো জুড়ে মেলা
দেখতে গেলে খাইতে হতো লাথি, গুঁতো, ঠেলা।
আখ, কদমা, বাতাবি লেবু অনেককিছু ওঠে
কিনতে গিয়ে লোকে তাহা হাত দিয়ে ঘোটে।
সংসারের জিনিসপত্তর কিনতে যাইতো নারী
কাদা-পানি মেখে তারা হয়ে যাইতো ভারী।
ধামা, কুলা, ঝুড়ি, কুদাল আর ফিঁড়ে বেলুন
হেঁকে হেঁকে বলতো লোকে আগে কিনে ফেলুন।
আর নলেন গুড়ের সন্দেশ আছে আর আছে বন্দে
ছানার জিলাপী কিনতে গেলে হয়ে যেত সন্দে।

আরও কিছু বলি শোনেন যাহা এখন নায়
যাত্রা, সার্কাস, পুতুল নাচ হইতো আগে ভাই।
যাবার আগে করুন কথা কিছু বলি যায়
দুই হাজার দুই সালে বোমা হামলা হয়।
শিশু-সহ তিনজন মারা যায় তাতে
বন্ধ হয়ে যায় মেলা ঘাত-প্রতিঘাতে।
মনসা পূজা আজও হয় সেই বটতলায়
গুড়পুকুরের মেলা এখন রাজ্জাক পার্কে হয়।




Leave a Reply

Your email address will not be published.