সমাজের আলো : রংপুরে গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণ ও মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে বখাটে আরিফুল ইসলাম (২৫)-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নগরীর বাহার কাছনা এলাকায়। এ ঘটনায় পুলিশ মামলা না নিয়ে উল্টো স্থানীয় মাতব্বরদের মাধ্যমে মীমাংসার জন্য চাপ প্রয়োগ করছে। প্রভাবশালী আরিফুলের পরিবারের দায়ের করা মারপিটের মামলাও রেকর্ড করা হয়েছে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে আরিফুলসহ পরিবারের লোকজন গা-ঢাকা দিয়েছে।সূত্রমতে, গত এপ্রিল মাসে রংপুর নগরীর বাহার কাছনা এলাকার এক দিনমজুরের গৃহবধূ’র (২০) গোসলের সময় টিনের বেড়ার ফাঁক দিয়ে ভিডিও ধারণ করে পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাকের বখাটে ছেলে আরিফুল। এরপর সেই গোসলের ভিডিও দেখিয়ে আরিফুল ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ভিডিওটি ফেসবুকে ভাইরাল করে দেবে বলে হুমকি দেয়।নিজ সংসার বাঁচাতে ওই গৃহবধূ বিষয়টি গোপন রেখে জমি কেনার জন্য সঞ্চিত ৪০ হাজার টাকা আরিফুলকে দেয় এবং ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে না দিতে অনুরোধ করে। কিছুদিন পর আবার আরিফুল ওই গৃহবধূকে ভয়-ভীতি দেখিয়ে ৬০ হাজার টাকা নেয়। গত ৯ই এপ্রিল রাতে গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে আরিফুল বাড়িতে ঢুকে আরও ১০ হাজার টাকা দাবি করে এবং ওই সময় চিৎকার করলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। ওই গৃহবধূ আরিফুলের পা ধরে অনুরোধ করে এবং তার কাছে আর কোনো টাকা নেই বলে জানায়। এ সময় আরিফুল গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন একইভাবে আরিফুল ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ফোনে ধারণ করে। আরিফুল তার কয়েকজন বন্ধুকে ধারণ করা অর্ধনগ্ন ও ধর্ষণের ভিডিওটি সরবরাহ করলে বিষয়টি জানাজানি হয়। এরপর গৃহবধূ বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। এরইমধ্যে আরিফুলের পরিবারের লোকজন তাদের বাড়িতে বিষয়টি মীমাংসা করার জন্য গৃহবধূর পরিবারকে ডাকে। ২৫শে মে রাত ১০টায় ওই গৃহবধূর স্বামী, ভাসুরসহ পরিবারের অন্যরা আরিফুলদের বাড়িতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাক-বিতণ্ডা এবং মারামারির ঘটনা ঘটায়। এ ঘটনায় ওই গৃহবধূর ভাসুরের বাম হাত কেটে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তাদের ভয়-ভীতি দেখায় আরিফুলের পরিবার। এ ঘটনায় পুলিশকে ম্যানেজ করে আরিফুলের পরিবার মিথ্যা হামলার নাটক সাজিয়ে উল্টো ওই গৃহবধূর পরিবারের নামে থানায় মামলা করে। কিন্তু ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একাধিকবার গেলেও গৃহবধূর অভিযোগ গ্রহণ না করে আরিফুলের পরিবারের সঙ্গে মীমাংসা করার চাপ প্রয়োগ করে থানা পুলিশ এমন অভিযোগ ভুক্তভোগীদের। ২৫শে মে’র পর থেকে আরিফুলের বাড়ির সামনে থেকে ওই পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় আরিফুলের পরিবার। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ওই ভুক্তভোগী পরিবার। পরে স্থানীয় অধিবাসীদের জোরালো প্রতিবাদে তোপের মুখে গত রোববার সন্ধ্যায় রাস্তাটি উন্মুক্ত করে দেয় আরিফুলের পরিবার। নগ্ন ভিডিও ধারণ ও জিম্মি করে ধর্ষণের ঘটনাটি এলাকায় জানাজানি হলে গা-ঢাকা দেয় আরিফুল ও পরিবারের সদস্যরা।




Leave a Reply

Your email address will not be published.