সমাজের আলো : যশোর জেনারেল হাসপাতালে নড়াইলের লোহাগড়ায় সুমনা আক্তার কাজল (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার গভীররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে নড়াইলের লোহাগড়া উপজেলার খোলা দিঘলিয়া গ্রামের কোবায়েদ শেখের মেয়ে। লোহাগড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ছাত্রী ছিল। নিহত কাজলের মা শাহানারা বেগম বলেন, শনিবার সন্ধ্যায় কাজল গোয়ালে গরু তুলছিল। ওইসময় তার ওড়না গরুর দড়ির সাথে জড়িয়ে যায়। গরুটিও গোয়াল থেকে বাইরে দৌড় দিলে টিনের ওপর পড়ে হাত কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জানতে চাইলে যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস আই) ইদ্দিসুর রহমান বলেন নড়াইল লোহাগড়া থানায় আমরা বার্তা দিয়ে ছিলাম ওখানে মামলা বা জিডি হয়নি৷ তবে কোতয়ালী থানায় জিডি করে ময়না তদন্ত করে লাশ পরিবারের সদস্য দের দেওয়া হয়েছে৷




Leave a Reply

Your email address will not be published.