ঘানার পূর্বাঞ্চলের আখেম বাতবি শহরো মঙ্গলবার এক প্রার্থনা সভা শেষ করার ঠিক পর পরই ‘দি চার্চ অব প্রোজপারেটি’ নামক গীর্জাটি ভেঙে পড়ে। তিনতলা এই গির্জার ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন। খবর এএফপি’র।

জানা গেছে, নিহতদের মধ্যে ১২ জন নারী ও ৯ জন পুরুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, উদ্ধারকর্মীরা চিরুনি অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছে। ভবনটি ভেঙ্গে পড়ার সময় প্রায় ৬০ জন লোক সেখানে ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তবে, গির্জার প্রতিষ্ঠাতা হযরত আইজাক ওফোরি যিনি আকোয়া আইজাক নামে পরিচিত। তিনি পুলিশি তদন্তে সহায়তা করেন। বলা হয়েছে, ঘটনার সময় হঠাৎ করেই গির্জার ভেতরে কোনো একটি অংশ ভেঙে পড়ে। কিছু মানুষ বের হতে পেরেছে, বাকিরা আটকা পড়ে।




Leave a Reply

Your email address will not be published.