সমাজের আলো : ভারতের একটি ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক চলে যাওয়ায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে গুজরাটের সুরাটের কিম চার রাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে ভারতীয়ে সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে। জানা গেছে, সুরাতের রাস্তার ওই ফুটপাতে বেশ কয়েকজন শ্রমিক শুয়ে ছিলেন। তাদের বাড়ি রাজস্থানের বাঁশওয়ারা জেলায়। দ্রুতগতির লরি পিষে দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। এছাড়া ৮ জনকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এদের মধ্যে আবার ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা নিয়ে সুরাটের ডেপুটি পুলিশ সুপার সিএম জাদেজা বলেছেন,`আখবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে লরিটির ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখনই ফুটপাতের উপর দিয়ে গিয়ে পিষে দেয় ঘুমন্ত শ্রমিকদের।’ এ ঘটনায় টুইটে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লাখ করে টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।




Leave a Reply

Your email address will not be published.