সমাজের আলো : ছেলেকে সহকারী লাইব্রেরিয়ান পদে চাকরি দেয়ার নাম করে দবিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন একটি মাদ্রাসার সভাপতি জুলফিকার আলম। কিন্তু ছেলের চাকরি তো দূরের কথা ঘুষের টাকা ফেরত পেতে তাকে লাঞ্ছনা ও অপমানের শিকার হতে হয়। এ লাঞ্ছনা ও অপমান সহ্য করতে না পেরে স্ট্রোক করে কয়েকদিন চিকিৎসার পর বৃহস্পতিবার দুপুরে রংপুরের একটি ক্লিনিকে মারা যান দবিরুল ইসলাম। ওইদিন সন্ধ্যায় রংপুর থেকে লাশ গ্রামের বাড়িতে নিয়ে এলে এলাকার বিক্ষুব্ধ লোকজন লাশ নিয়ে প্রতারক জুলফিকারের বাড়িতে ঘুষের টাকা ফেরত পেতে অনশন শুরু করে। গতকাল ভোর পর্যন্ত চলে এ অনশন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গভীর রাতে সাতমেরা ইউনিয়নের ইউপি সদস্য হেলাল উদ্দিনের নুনিয়াপাড়াস্থ বাড়িতে মীমাংসার জন্য বৈঠক বসে। বৈঠকে সাতমেরা ইউনিয়নের ইউপি সদস্য হেলাল উদ্দিন, জগদল বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর প্রধান, সাধারণ সম্পাদক আবু তাহের, দবিরুল ইসলামের ভাই বদিরুল ইসলাম, ছেলে আব্দুস সবুর প্রধান, জুলফিকার আলী প্রধান, পঞ্চগড় সদর থানা পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়। বৈঠকে ১২ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা ফেরত দেয়ার শর্তে অনশন প্রত্যাহার করে এলাকাবাসী।

নগদ ১ লাখ টাকা ও ৫ লাখ টাকার একটি চেক দিয়ে দুই মাসের মধ্যে টাকা পরিশোধ করবেন মর্মে মুচলেকা দেন জুলফিকার। এরপর রাত প্রায় ৪টার দিকে দবিরুলের পরিবারসহ স্থানীয়রা লাশ নিয়ে যান




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *