মো: রাহাতুল ইসলাম : প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ঘূর্ণিঝড় “ইয়াসে” ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভা। আজ (৪ঠা জুন) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী,কলবাড়ি বালির মাঠে ও দুপুর ১২টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়ায় “ইয়াসে” ক্ষতিগ্রস্থ মোট ২১০টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়া রেহানা বেগম(৬০) বলেন, গত বছর আম্পানে আমাগের সব শেষ হয়ি গেল, তারপরের তে কষ্ট করি গতরে খেটি কোন রকম আবার ঘর-বাড়ি বান্দিলাম, কদিন আগে “ইয়াস” এসি সব আবার শেষ করি দে গেছে,আমার এক্কান ছাগল ছেল, তাও বন্যায় ভেসি গেছে, তোমরা এখন যা খাবার দেস কডা দিন খাতি পারবানে, প্রথম আলোর জন্যি দুয়া করি। রেহানা বেগম(৬০) আরো দাবি জানিয়ে বলেন, তোমরা আমাগের যা দেছ তাতে আমরা সগ্গুলি অনেক খুশি,তোমরা এট্টু প্রথম আলো’গের বলি আমাগের বাঁধ টা বানায় দেও বাপ,তালি আর আমাগের পানতি ডুবি মরা লাগবে না। রেহানা বেগমের মতো উপকূলের সকল ক্ষতিগ্রস্থদের প্রাণের দাবী,ত্রাণ নয় তারা টেঁকসই বেড়িবাঁধ চায়। তারা আর পানিতে ডুবে মরতে চাই না। আর যদি তাই না হয় তাহলে সাতক্ষীরা উপকূলকে পরিত্যক্ত ঘোষণা করে উপকূলে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হোক।

শ্যামনগর কলবাড়ি বালিরমাঠ এলাকায় আজ সকাল ১০টায় প্রথম আলোর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দের হাতে ত্রাণ তুলে দেয় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস। তিনি বলেন, প্রথম আলো সমাজের আলো ছড়ায়। যে কোনো দুর্যোগে প্রথম আলো অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রথম আলো শুধু তাদের সংবাদ পরিবেশন করার মধ্যে সীমাবন্ধ রাখেনি। মানব কল্যাণে কাজ করে আসছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমানুল্যাহ। গাবুরা ইউনিয়নের ডুমুরিয়ায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্পা গোস্বামী। তার সঙ্গে ছিলেন শিক্ষক তাজুল ইসলাম। ২১০ জন ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণে সহযোগিতা করেন,প্রথম আলোর বন্ধুসভার সাতক্ষীরা সভাপতি মরিয়াম কেয়া, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম,প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক শফিউল আলম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইমরুল হাসান, সদস্য তরিকুল ইসলাম, রেজওয়ান, উপদেষ্ঠা জাহিদা জাহান ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।




Leave a Reply

Your email address will not be published.